ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম-দুর্নীতি করলে কোনো ছাড় নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম-দুর্নীতি করলে কোনো ছাড় নয়

বরিশাল: পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় টিসিবির মাধ্যমে ভর্তুকী মূল্যে নিম্ন আয়ের মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্যেরণ্য ‘ট্রাক সেল’ কার্যক্রম বাস্তবায়নের জন্য সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ মার্চ) নগরের কালিবাড়ি রোড়ের সেরনিয়াবাত ভবনে টিসিবির কর্মকর্তা ও মহানগরীর ডিলারদের সঙ্গে এ সভা করেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

সভায় মেয়র টিসিবির পণ্য যাতে নিম্ন আয়ের সাধারণ মানুষ পায় তা সুনিশ্চিত করার আহ্বান জানান।

তিনি বলেন, এ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোন ধরনের দুর্নীতি, অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। করোনাকালীন সময়ে সুশৃঙ্খলভাবে আমরা যেভাবে মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছি সেভাবেই  নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির কার্যক্রম পরিচালনা করতে হবে।

এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মদ, টিসিবির আঞ্চলিক প্রধান মো. আল- আমীন হাওলাদার ও বরিশাল মহানগর টিসিবির ডিলাররা উপস্থিত ছিলেন।

বাংলা‌দেশ সময়: ১০০৮ ঘণ্টা, ১৫ মার্চ, ২০২২
এমএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।