ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ডেঞ্জার জোনে সি সার্ভেবিহীন নৌযান চলাচল বন্ধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
ভোলায় ডেঞ্জার জোনে সি সার্ভেবিহীন নৌযান চলাচল বন্ধ 

ভোলা: ভোলার উপকূলীয় মেঘনা নদীর জলসীমায় সি-সার্ভেবিহীন সব ধরনের লঞ্চ চলাচল ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।   বিআইডব্লিটিএ এই নিষেধাজ্ঞা জারি করেছে।

 

এসময় উপকূলীয় অঞ্চলে নদী উত্তাল থাকে। এ কারণে নদীতে বে ক্রুসিং সনদ ছাড়া সব যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়।  

বিআইডব্লিউটিএ জানায়, কালবৈশাখী মৌসুম আসন্ন। তাই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিরাপদ নৌ পরিবহন সুনিশ্চিত করার লক্ষ্যে সি সার্ভে/বে ক্রুসিং সনদ ছাড়া সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ভোলার মেঘনা নদীর ইলিশা থেকে চরফ্যাশনের ঢালচর পর্যন্ত। এ সীমানার মির্জাকালু-আলেকজেন্ডার, তজুমদ্দিন-মনপুরা, ইশিলা-মজু চৌধুরীরহাট, চরফ্যাশন-মনপুরা ও চরফ্যাশন-ঢালচর রুটে সি সার্ভে ছাড়া কোনো নৌযান চলতে পারবে না। তবে এসব রুটে বিকল্প ব্যবস্থায় সি ট্রাক চলবে।

এ ব্যাপারে ভোলা নৌ বন্দরের বিআইডব্লিউটিএর উপ পরিচালক শহিদুল ইসলাম জানান, ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এ সাত মাস নদী উত্তাল থাকে। এ সময় ছোট ছোট লঞ্চ চলাচলের অনুমতি নেই। যেসব নৌযানের সি সার্ভে সনদ রয়েছে ওই সব নৌযান এসব রুটে চলাচল করতে পারবে। তবে এসব রুটে বিকল্প নৌযান হিসেবে বিআইডব্লিউটিসির সি ট্রাক চলাচল করবে।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেন কোনো নৌযান চলতে না পারে সেজন্য বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ ও পুলিশ অভিযান পরিচালনা করবে।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।