রাজশাহী: রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকার একটি সোফার ফোমের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৫ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে আগুনের লাগে।
খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর থেকে পর পর ৯টি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এই ৯টি ইউনিট একযোগে কাজ করছে। এটি আবাসিক এলাকা হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীরা আশপাশের ভবনে যেন আগুন ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা চালাচ্ছেন।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে এসে নেভানোর কাজ শুরু করেছি আমরা।
কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।
বাংলাদেশ সময় : ১১২৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
এসএস/জেডএ