ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলি বাসের সঙ্গে ধাক্কা লাগলে মো. আলমাস (১৮) নামে ট্রলির চালকের সহকারী নিহত হয়েছেন।
 
মঙ্গলবার (১৫ মার্চ) সকালে উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানীহাটি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

 

আলমাস শিবগঞ্জ উপজেলার চককির্ওী ইউনিয়নের রানীবাড়ি চাঁদপুর গ্রামের মো. আজাহার আলির ছেলে।

স্থানীয় সূত্র ও শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আসাদ আহম্মেদ জানান, সকাল ৭টার দিকে একটি ট্রলি যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রানিহাটি বাজারে শিবগঞ্জগামী একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রলির হেলপার গুরুতর আহত হলে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আলমাসকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।