ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কদমতলীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
কদমতলীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ

ঢাকা: রাজধানীর কদমতলী জাপানি বাজার এলাকা থেকে অহনা আক্তার সুমি (২২) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা আত্মহত্যা করেছেন অহনা।

তবে তার স্বজনরা অভিযোগ করছেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

মঙ্গলবার (১৫ মার্চ) অহনার দুলাভাই খোরশেদ আলম পরিবারের পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়।

তিনি জানান, ৫ বছর আগে জীবন খন্দকার নামে এক ব্যক্তির সঙ্গে অহনার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের চার বছরের একটি সন্তানও আছে। জীবন বাহারাইন থাকতেন। দুই মাস আগে সে বাংলাদেশে আসে। চলিত মাসের ৭ তারিখে জীবন আবার চলে যান বাহারাইনে।

তিনি আরও জানান, অহনা আত্মহত্যা করতে পারে না। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের ধারণা স্বামীর নির্দেশক্রমে অন্য কেউ তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে।

কদমতলী থানার (ইন্সপেক্টর তদন্ত) সজিব দে জানান, শনিআখরা জাপানি বাজার এলাকায় নারীর বর্তমান বাসা থেকে দরজা ভেঙে সোমবার দুপুরে  অহনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে অহনার মরদেহ ময়নাতদন্ত ছাড়া নেওয়ার জন্য আবেদন করেন তার বাবা শাজাহান মিয়া। তবে মৌখিক অভিযোগ থাকায় মঙ্গলবার অহনার মরদেহ ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।