গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে তাল গাছের সঙ্গে ধাক্কা লেগে আহত মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র রিপন মিয়ার (১৬) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) সকালে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিপন।
এর আগে সোমবার (১৪ মার্চ) সকালে উপজেলার ধাপেরহাট-মাদারগঞ্জ সড়কের তালের দিঘি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন মিয়া ধাপেরহাট ইউনিয়নের ছাইগাড়ী গ্রামের দুদু মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
নিকতের স্বজন ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে খালার বিয়ে অনুষ্ঠানের বাজার করার জন্য মোটরসাইকেলে ধাপেরহাটের দিকে রওনা হয় রিপনসহ আরও দু’জন। পথে তালের দিঘি মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসনাইকেলটি একটি তাল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় তারা ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রমেক হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল রিপন মারা যায়। এছাড়া অপর আহত সোহান মিয়া ও মনির হোসেন চিকিৎসাধীন রয়েছে।
ধাপেরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আসাদুল ইসলাম রিপনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
এনএইচআর