ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা ব্যাংকে মুজিব কর্নার উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
ঢাকা ব্যাংকে মুজিব কর্নার উদ্বোধন

ঢাকা: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর মাসে বেসরকারিখাতের ঢাকা ব্যাংকে উদ্বোধন হলো মুজিব কর্নার।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর গুলশান সার্কেল-১ বীর উত্তম একে খন্দকার সড়কে ব্যাংকটির প্রধান কার্যালয়ে মুজিব কর্নার উদ্বোধন করে ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।

এসময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ। তার আগেই আমরা ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে মুজিব কর্নার উদ্বোধন করলাম। বাংলাদেশ নাম একটি রাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদানের প্রতি সম্মান এবং তার কার্যক্রম স্মরণীয় করে রাখতেই মুজিব কর্নার উদ্বোধন করা হলো। স্থায়ীভাবে তৈরি মুজিব কর্নার আমাদের পরবর্তী প্রজন্মও মনে রাখবে বলে আমি বিশ্বাস করি।

উদ্বোধনীয় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস-চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান, পরিচালক রেশাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী এমরানুল হক চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর, উপ-ব্যবস্থাপনা পরিচালক একেএম শাহনেওয়াজ, এএমএম মইন উদ্দিন, মোস্তাক আহমেদ, ঢাকা ব্যাংক ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার আরহাম মাসুদুল হকসহ ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
এসই/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।