ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পল্টনে মাদকসহ গ্রেফতার ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
পল্টনে মাদকসহ গ্রেফতার ২

ঢাকা: রাজধানীর শান্তিনগরে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ মার্চ) এই তথ্য নিশ্চিত করেন পুলিশ।

গতকাল সোমবার  পল্টন শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, মো. নুরুল আফসার ও মো. রায়হান শেখ।

পল্টন ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া জানান, এক মাদক ব্যবসায়ী শান্তিনগর এলাকার গ্রীন হোমিও হলের সামনে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে নুরুল ও রায়হানকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতাররা ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পল্টন থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।