ঢাকা: নারীদের সমতা না আসা পর্যন্ত এই ইস্যুটি অব্যাহত রাখতে হবে। আর নারী দিবস শুধু বছরের একটি দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে, প্রতিদিনই নারীদের হতে হবে।
মঙ্গলবার (১৫ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উপলক্ষে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবিসি নিউজের কূটনৈতিক প্রতিবেদক ইশরাত জাহান ঊর্মি। মূল প্রবন্ধ পাঠ করেন একাত্তর টেলিভিশনের কূটনৈতিক প্রতিবেদক ঝুমুর বারী।
প্রধান অতিথি মাশফি বিনতে শামস বলেন, নারীর সমতা ইস্যুটি সংবিধান সম্মত। বঙ্গবন্ধু সংবিধানেই নারীর সমতা নিশ্চিত করেছিলেন। এছাড়া আমাদের জাতীয় কবি নজরুল ছাড়াও কবি গুরু রবীন্দ্রনাথ তাদের লেখনিতে নারীর সমতার কথা বলে গেছেন। আমরা ঐতিহ্যগতভাবেই নারীর সমতায় বিশ্বাসী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিক্যাব প্রেসিডেন্ট রেজাউল করিম লোটাস, বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সান্ড্রা বার্গ ভন লিন্ডে, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি শ্রুয়ার্ড, পররাষ্ট্র মন্ত্রাণলয়ের চিফ অব প্রোটকল আমানুল হক, রেক্টর আসাদ আলম সিয়াম।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
টিআর/এএটি