ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মতিঝিলে ইয়াবাসহ গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
মতিঝিলে ইয়াবাসহ গ্রেফতার ১ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ মো. শিপন নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরের দিকে মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) রাসেল হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (১৪ মার্চ) দিনগত রাতে শিপনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান- কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন এলাকা বিক্রি করতেন তিনি। তার নামে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ১৫ মার্চ, ২০২২
এসজেএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।