ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় ট্রেনের টিকিটসহ দুই কালোবাজারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
আখাউড়ায় ট্রেনের টিকিটসহ দুই কালোবাজারি আটক আটকরা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের টিকিটসহ দুই কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে তাদের আটক করা হয়।

আটকের সময় তাদের কাছ থেকে মহানগর এক্সপ্রেস, উপকূল ও পারাবত এক্সপ্রেসের ১২টি আসনের ৭টি টিকিট ও টিকিট বিক্রির নগদ ১৩ হাজার পাঁচশত টাকা পাওয়া যায়।

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শ্যমনগর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে স্বপন মিয়া ও আখাউড়া দক্ষিণ ইউনিয়নের নূরপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে রানা মিয়া।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা আখাউড়া রেলওয়ে স্টেশনে যাত্রীদের কাছে চড়া দামে টিকিট বিক্রি করতো। আটককদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।