ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বিপরীত পাশের ফুটপাত থেকে আউয়াল (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে চকবাজার থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর ১টার দিকে হাসপাতালের ২ নম্বর ভবনের বিপরীত পাশে নাভানা ফিলিং স্টেশনের ফুটপাত থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) অলক কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, সে ভবঘুরে ও মাদকাসক্ত ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
এজেডএস/এনএইচআর