ঢাকা, মঙ্গলবার, ৫ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

জাতীয়

বগুড়ায় বাসচাপায় এক ব্যক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
বগুড়ায় বাসচাপায়  এক ব্যক্তি নিহত প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় বাসচাপায় মো. মঞ্জুরুল হক মিলন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

মঙ্গলবার (১৫ মার্চ) ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের খেজুরতলা নতুন বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মিলন ওই উপজেলার কুসুম্বী ইউনিয়নের দুবলাগাড়ী গ্রামের আব্দুর রহিম বক্সের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানির গাড়িচালক ছিলেন।

জানা গেছে, মিলন বগুড়ায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। মঙ্গলবার ভোরে কর্মস্থল থেকে বাড়ি যাচ্ছিলেন তিনি। পথে ওই টার্মিনাল এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।  

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম বাংলানিউজকে জানান, ঘাতক বাসটি দ্রুত চলে যাওয়ায় চালক ও তার সহকারী কাউকেই আটক করা যায়নি। তবে বাসটি চিহিৃত করে তাদের ধরতে চেষ্টা চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
কেইউএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।