ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বাঞ্ছারামপুরে কিশোরের মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
বাঞ্ছারামপুরে কিশোরের মরদেহ  প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নে শরিফুল (১৪) নামে ব্যাটারিচালিত একটি অটোরিকশার কিশোর চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে ইউনিয়নের ডোমরাকান্দি গ্রাম সংলগ্ন মেঘনা পার্ক কফি হাউজের পাশে জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শরিফুল তেজখালী ইউনিয়নে জয়নগর গ্রামের এরশাদ মিয়ার ছেলে।

জানা গেছে, সোমবার (১৪ মার্চ) শরীফুল অটোরিকশা নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফিরে আসেনি। রাতে তার সন্ধান চেয়ে বাড়ির লোকজন তাকে খুঁজতে থাকে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে। চক্রটি ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।