মেহেরপুর: মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে দালাল চক্রের পাঁচ সদস্যকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরের দিকে তাদের ৭ হাজার ২০০ টাকা জরিমানা করেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
জরিমানাপ্রাপ্তরা হলেন- শাহাজান কবির (৪৩), সোহাগ হোসেন (২৯), আরিফা খাতুন (১৯), মেহেদী হাসান (২৮) ও সেলিম হোসেন (২৫)।
এর আগে এদিন দুপুর ১২টার দিকে হাসপাতাল চত্বর থেকে ওই দালালদের আটক করে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমের নেতৃত্বে ডিবির উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার কুণ্ডু, এসআই সুলতান মাহমুদ, এসআই বিশ্বজিৎ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহসান হাবিব, এএসআই হেলাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান চালান।
দালাল চক্রকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের কাছ থেকে জানতে চাইলে তাদের সাথে হাসপাতালের কর্মচারীদের একটি অংশ জড়িত বলে জানান।
এ সময় মেহেরপুর জেলা প্রশাসনের অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান ও মেহেরপুর ২৫০ সয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালের আরএমও মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ১৫ মার্চ, ২০২২
এসআরএস