ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীকে বই উপহার দিলেন রাশেদ খান মেনন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
প্রধানমন্ত্রীকে বই উপহার দিলেন  রাশেদ খান মেনন প্রধানমন্ত্রীর হাতে বই তুলে দিচ্ছেন রাশেদ খান মেনন।

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন তাঁর লেখা আত্মজীবনী ‘এক জীবন (প্রথম পর্ব) স্বাধীনতার সূর্যোদয়’ বইটি উপহার দিয়েছেন।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে গণভবনে ১৪ দলের সভা শেষে মেনন তার লেখা এ বইটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।



প্রধানমন্ত্রীকে বই উপহার দেওয়ার ছবি এ সময় মোবাইলে ধারণ করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি জননেতা হাসানুল হক ইনু।

গত বছরের জুনে রাশেদ খান মেননের আত্মজীবনীর প্রথম পর্ব ‘এক জীবন: স্বাধীনতার সূর্যোদয়’ প্রকাশিত হয়। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী মাসুক হেলাল।

বইটিতে ষাটের দশক থেকে শুরু করে ১৯৭২ সালের ১১ জানুয়ারি পর্যন্ত লেখকের অভিজ্ঞতার বর্ণনা রয়েছে। বাষট্টির শিক্ষা আন্দোলন, আয়ুববিরোধী আন্দোলন, ৬৬’র ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের ঐতিহাসিক রাজনৈতিক ঘটনাবলীতে লেখকের অংশগ্রহণের গল্পই বইয়ের মূল প্রতিপ্রাদ্য।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।