বগুড়া: বগুড়ার সদর উপজেলায় এক নারী ইউপি সদস্যকে যৌন হয়রানির অভিযোগে দুই পুরুষ সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে আটক দুইজনকে আদালতে পাঠানো হয়।
এর আগে, জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে সোমবার (১৪ মার্চ) দিনগত রাত ১২টার দিকে সদর উপজেলার নামুজা ইউনিয়ন পরিষদ থেকে তাদের আটক করে পুলিশ।
আটক ইউপি সদস্যরা হলেন-বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়ন পরিষদ সদস্য রুবেল মিয়া ও বজলুর রশিদ।
জানা যায়, রোববার (১৩) মার্চ বিকেলে নামুজা ইউনিয়ন পরিষদে আলোচনা সভা চলছিল। সভা শেষে সন্ধ্যার আগে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য রুবেল মিয়া নারী ইউপি সদস্যকে হলরুমে ডেকে নেয়। অভিযুক্ত আরেক ইউপি সদস্য বজলুর রশিদ সেখানে আগে থেকে বসেছিলেন। এরপর অভিযুক্ত দুই ইউপি সদস্য নারী ইউপি সদস্যকে টাকার প্রলোভন দিয়ে জাপটে ধরে এবং যৌন নিপীড়ন চালায়। নারী ইউপি সদস্য আত্মরক্ষার্থে চিৎকার শুরু করলে অভিযুক্তরা তাকে ছেড়ে দেয়। পরদিন সোমবার নারী ইউপি সদস্য ৯৯৯ এ কল দিলে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, এ ঘটনায় সোমবার রাত পৌনে ১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় মামলা করা হয়। অভিযুক্ত আটক দুইজনকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
এএটি