কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সোনাইকান্দি এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিনজন।
মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে দৌলতপুর-রিফাইয়েতপুর সড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল রিফাইয়েতপুর এলাকার হামিদুল ইসলামের ছেলে। সে দৌলতপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ বাংলানিউজকে জানান, রাসেল তার দুই সহপাঠিকে মোটরসাইকেলে নিয়ে দৌলতপুর বাজারের দিকে যাচ্ছিল। পথে সোনাইকান্দি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। আহত হয় রাসেলের দুই সহপাঠী ও অন্য মোটরসাইকেলের আরেক আরোহী। আহত তিনজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকি’সাধীন।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
এসআরএস