ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরায় নিজ বাসায় ব্যবসায়ী খুন!

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
উত্তরায় নিজ বাসায় ব্যবসায়ী খুন!

ঢাকা: রাজধানীর উত্তরার নিজ বাসায় শামসুদ্দিন খান (৬৫) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরের দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ৮০ নম্বর বাড়ির ৫ তলায় এ ঘটনা ঘটে।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

নিহত শামসুদ্দিন খান দুই ছেলে ও দুই মেয়ের বাবা।

ছেলে আসাদুজ্জামান রিপনের বন্ধু মমিন জানান, দুপুরের দিকে রিপনদের বাসায় এক আত্মীয়সহ তিন ব্যক্তি বেড়াতে যায়। তাদের আপ্যায়ন করান শামসুদ্দিন খান। এর মধ্যে নাতনির স্কুলের ছুটির সময় হলে তাকে ও অতিথিদের বাসায় রেখে বেরিয়ে যান রিপনের মা।

পরে তিনি স্কুল থেকে নাতনিকে নিয়ে বাসায় ফিরে দেখেন দরজা বন্ধ। অনেকক্ষণ ডাকাডাকির পর বাসার ভেতরে থাকা ওই তিন ব্যক্তির একজন দরজা খুলে দেন। এরপর রিপনের মা বাসায় ঢুকে স্বামীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন ওই তিন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে আহত শামসুদ্দিনকে উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস বলেন, ছুরিকাঘাতে শামসুদ্দিন নামের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে কারা, কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এছাড়া বাসা থেকে কিছু খোয়া গেছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।