নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রতিপক্ষের দুই দফা হামলায় অন্তত ৩ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) ও শুক্রবার (১৮ মার্চ) উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন অলিউল্লাহ (৩০), তার বোন ফাহিমা (১৫) ও তার মা আনোয়ারা বেগম ( ৪০)।
আহত অলিউল্লাহ জানান, গত বৃহস্পতিবার পূর্ব শক্রতার জের ধরে জাঙ্গালিয়া গ্রামের জাহাঙ্গীরসহ তার লোকজন তার বাড়িতে গিয়ে তার মা আনোয়ারা বেগম ও বোন ফাহিমাকে মারধর করেন। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পরে শুক্রবার দুপুরে থানা পুলিশ ঘটনা তদন্ত করতে যায়।
তিনি আরও জানান, ওই দিনই দুপুরে পুলিশ চলে যাওয়ার পর হামলাকারীদের বাড়িতে পুলিশ যাওয়ার কারণে আমি জাঙ্গালিয়া বাজার থেকে নিজ বাড়ি জাঙ্গালিয়ায় যাওয়ার পথে হামলা চালিয়ে আমাকে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় আলী আহাম্মদ বাদী হয়ে ৯ জনের নামোল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২/৩ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
এমআরপি/এএটি