ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
কালিয়াকৈরে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাব এলাকায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মনিরুল ইসলাম (২৩) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ধারণা করছে, চালক মনিরুলকে হত্যার পর অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৯ মার্চ) দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  নিহত মনিরুল সিরাজগঞ্জের বেলকুচি থানার দুলদিয়ার এলাকার কাঙ্গাল প্রামাণিকের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় বাসা ভাড়া থেকে অটোরিকশা চালাতেন মনিরুল ইসলাম। গত বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মনিরুল ইসলাম। পরে তিনি আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তার কোন সন্ধান পায়নি। শুক্রবার বিকেলে বরাব এলাকায় বনবিভাগের নির্জন স্থানে মনিরুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ রাতে হাত-পা ও মুখ বাঁধা এবং গলাকাটা অবস্থায় মনিরুলের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তাকে হত্যার পর অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত চালকের বাবা কাঙ্গাল প্রামাণিক কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।  

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর তার অটোরিকশাটি ছিনতাই করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
আরএস/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।