সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ডিইপিজেডের পুরাতন জোনের প্যাকজার কারখানায় এ ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাজীব বাংলানিউজকে বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের পাঁচটি ইউনিট কাজ করছে। এছাড়া সাভার ফায়ার সার্ভিসকে দুটি ইউনিট পাঠাতে বলা হয়েছে। তারা রওনা দিয়েছে।
তবে আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
এসএফ/এনএসআর