ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে’ জুয়েল গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
ফরিদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে’ জুয়েল গ্রেফতার

ফরিদপুর: ফরিদপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত অন্যতম শীর্ষ সন্ত্রাসী আরাফাত হোসেন ওরফে ভাগ্নে জুয়েলকে (৪২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

 

বহুল আলোচিত ২ হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার আসামি দুই ভাই শহর আওয়ামী লীগের অব্যাহতি সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও ফরিদপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের ভাগ্নে জুয়েল ব্রাহ্মনকান্দার মৃত মনসুর মোল্যার ছেলে।  

তার বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানা ও ঢাকার সাভার থানায় হত্যা, অস্ত্র মামলা এ মাদক আইনে হাফ ডজনেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে।

শনিবার (১৯ মার্চ) জেলা সদরের ব্রাহ্মনকান্দার এলাকা থেকে ভাগ্নে জুয়েলকে ৩০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।  

এ ব্যাপারে উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

গ্রেফতার ভাগ্নে জুয়েল ফরিদপুরের মাদক সম্রাজ্ঞী শাহেদার মেয়ে ফারজানা ওরফে ফারজুর (৩২) প্রথম স্বামী।  

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।