ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

সবুজবাগে বাইকের ধাক্কায় আহত শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
সবুজবাগে বাইকের ধাক্কায় আহত শিশুর মৃত্যু

 

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর সবুজবাগে মোটরসাইকেলের ধাক্কায় আহত সাকিব (৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার (২১ মার্চ) সকাল ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান।

শিশুটির মামাতো ভাই হিমেল জানান, রোববার বিকেলে বাসা থেকে বের হয়ে মানিকদিয়া নাহার ম্যামোরিয়াল স্কুলের পাশে একটি দোকানে গিয়েছিল সে। সেখানেই একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সাকিবের মাথায় গুরুতর আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার কোনো উন্নতি না হলে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিক্যাল হাসপাতাল। সেখানেই আজ সকালে তার মৃত্যু হয়।

সাকিবের বাবা হারেজ মিয়া। তার পরিবার সবুজবাগ বাইকদিয়া এলাকায় থাকেন। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট। সবে মাত্র স্থানীয় স্কুলে ভর্তি করা হয়েছিল সাকিবকে।  

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
এজেডএস/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।