ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ মো. আশিক নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতার হওয়া আসামির কাছ থেকে অভিযানের সময় ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
সোমবার (২১ মার্চ) দুপুরে ডিএমপির গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাহবুবুল হক সজীব বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার (২০ মার্চ) গভীর রাতে গোলাপবাগ এলাকা থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্যের ভিত্তিতে এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, গ্রেফতার আশিক কক্সবাজার জেলার টেকনাফ এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে তা যাত্রাবাড়ী, কদমতলীসহ ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করতেন।
গ্রেফতার আশিকের নামে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
এসজেএ/এএটি