ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরী বিভাগের তৃতীয় তলায় ওটি কক্ষে লাবিবা-লামিসাকে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয়েছে।
সোমবার (২১ মার্চ) বিকালে অস্ত্রোপচার কক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করেন হাসপাতালের শিশু পেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আশরাফ উল হক কাজল।
তিনি বলেন, জোড়া শিশুকে অস্ত্রোপচারের মাধ্যমে লাবিবা-লামিসাকে আলাদা করা হয়েছে। ভালোভাবে আলাদা করা হয়েছে। এখন আরও কাজ বাকি আছে। পরে দু’জনকে আইসিইউতে রাখা হবে।
আরও পড়ুন:
ঢামেকে লাবিবা-লামিসাকে আলাদা করতে চলছে অস্ত্রোপচার
জোড়া শিশু লাবিবা-লামিসার অস্ত্রোপচার সোমবার
লাবিবা-লামিসাকে আলাদা করতে অস্ত্রোপচার চলছে
পুরোপুরি আলাদা করা হচ্ছে না লাবিবা-লামিসাকে
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
এনএইচআর