ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজ শিক্ষিকার মরদেহ পাওয়া গেল নদীতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
নিখোঁজ শিক্ষিকার মরদেহ পাওয়া গেল নদীতে প্রফেসর মনোয়ারা সুলতানা -ফাইল ছবি

পটুয়াখালী: নিখোঁজের একদিন পর পটুয়াখালী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মনোয়ারা সুলতানার মরদেহ নদী থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ।

সোমবার (২১ মার্চ) সকালে পায়রাকুঞ্জ কালিচান্না খেয়াঘাট (নদীতে) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরে তারা মরদেহটি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নৌ-পুলিশের এসআই মামুন বলেন, সোমবার সকালে জেলেদের মাধ্যমে খবর পেয়ে সকাল সাড়ে ৯টায় পায়রাকুঞ্জ কালিচান্না খেয়াঘাট থেকে প্রফেসর মনোয়ারা সুলতানার মরদেহ উদ্ধার করেন। পরে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সদর থানার এসআই মো. মাসুদ রানা জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে। তাতে কোন ধরনের আঘাতের আলামত পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে হয়তো ২৪ ঘণ্টা আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া স্বাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য গত ১৯ মার্চ বিকেল থেকে নিখোঁজ ছিলেন প্রফেসর মনোয়ারা সুলতানা। গত বছর ছোট ছেলে মারা যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন।

বাংলাদেশ  সময়: ১৭৩৫ ঘণ্টা, ২১ মার্চ, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।