ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ পালিত

খাগড়াছড়ি: বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে খাগড়াছড়িতে ইউপিডিএফের ডাকা আধাবেলা সড়ক অবরোধ পালিত হয়েছে।

সোমবার (২১ মার্চ) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ পালন করে সংগঠনটির নেতাকর্মীরা।

অবরোধ পরবর্তী সময়ে বিক্ষিপ্ত বেশ কয়েকটি ঘটনার খবর পাওয়া গেছে। সকালে পানছড়িতে টায়ারে আগুন দিয়ে পিকেটিং করা হয়। এ সময় সড়কে গাছ ফেলার খবরও পাওয়া গেছে।

সকালে জেলার রামগড় যৌথ খামার এলাকায় গাছ কেটে সড়ক অবরোধ করা হয়েছে। পরে স্থানীয়রা গাছ সরিয়ে নেয়। এছাড়া মাটিরাঙার বাইল্যাছড়িতে একটি সিএনজিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এদিকে লক্ষ্মীছড়িতে নাশকতার চেষ্টাকালে ইউপিডিএফ সমর্থিত পিসিপি ও গণতান্ত্রিক যুব ফোরামের দুই নেতাকে আটক করা হয়।

অবরোধের কারণে আইনশৃঙ্খল পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তবে নৈশ বাসে খাগড়াছড়িতে আসা বেশ কিছু পর্যটক ভোগান্তিতে পড়েন। যানবাহন চলাচল না করায় তারা সাজেকে যেতে পারেননি।

জেলার দীঘিনালায় ইউপিডিএফ নেতা নবায়ণ চাকমা ওরফে মিলন চাকমার মৃত্যু ও মহালছড়িতে পাহাড়িদের নির্মিত বাড়ি ঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে জেলাব্যাপী এ অবরোধের ডাক দেওয়া হয়।

গত মঙ্গলবার ভোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলদলের হাতে অস্ত্রসহ আটক হয়েছিলেন ইউপিডিএফ প্রসিত পক্ষের উপজেলা সংগঠক মিলন চাকমা (৪৪)। এর পর আটক মিলন চাকমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে মারা যান।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
এডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।