রাজশাহী: রাজশাহী মহানগরীর নিউমার্কেট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রিয়াজুল ইসলাম (২৩) নামে এক যুবক খুন হয়েছেন।
সোমবার (২১ মার্চ) রাতে নিউমার্কেটের মূল ফটকে এ ঘটনা ঘটে।
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, নিউমার্কেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হাতে রিয়াজুল নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় রিংকু নামে আরও একজন আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাস্থলেই পুলিশ রয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান ওসি মাজহারুল।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
এসএস/আরআইএস