ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীর নিউমার্কেটে আধিপত্য নিয়ে যুবক খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
রাজশাহীর নিউমার্কেটে আধিপত্য নিয়ে যুবক খুন

রাজশাহী: রাজশাহী মহানগরীর নিউমার্কেট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রিয়াজুল ইসলাম (২৩) নামে এক যুবক খুন হয়েছেন।  

সোমবার (২১ মার্চ) রাতে নিউমার্কেটের মূল ফটকে এ ঘটনা ঘটে।

রাজশাহী মহানগরীর রিয়াজুলের বাড়ি পাশের ষষ্টিতলা এলাকায়। তিনি ওই এলাকার মধু মিয়ার ছেলে। এ ঘটনাকে কেন্দ্র করে বর্তমানের ষষ্ঠিতলা এলাকায় দুই পক্ষ মুখোমুখি অবস্থান করছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, নিউমার্কেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হাতে রিয়াজুল নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় রিংকু নামে আরও একজন আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাস্থলেই পুলিশ রয়েছে।  

এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান ওসি মাজহারুল।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।