ঢাকা: আলাদা হওয়া লাবিবা জ্ঞান ফিরেই ও কই (তার বোন লামিসা) বলে খোঁজ করতে থাকে, আর বারবার এদিক সেদিন তাকিয়ে কান্না করে।
রোববার (২১ মার্চ) এ বিষয়ে ঢাকা মেডিক্যাল হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের ২ তলায় ক্লাসরুমে সাংবাদিকদের এ কথা জানান, শিশু পেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আশরাফ উল হক কাজল।
তিনি জানান, প্রায় ১২ ঘণ্টা অস্ত্রোপচারে সময় লেগেছে। সকাল থেকে শুরু করে বিকেলে তাদের সেপারেট করা হয়। পরে আনুষঙ্গিক কাজ করতে আরও সময় লাগে।
সকল চিকিৎসকদের নিয়ে সাংবাদিকদের সামনে মিষ্টি হাসি দিয়ে তিনি বললে, সবচেয়ে বেশি আনন্দের কথা হচ্ছে, লাবিবার জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গেই সে বলে ও কই বলে তার জোড়া লাগানো বোন লামিসাকে খুঁজতে থাকে।
তিনি আরও বলেন, প্রথমে লাবিবার জ্ঞান ফেরে। কিন্তু তখনও লামিসার জ্ঞান ফেরেনি। তখন একটু চিন্তিত হয়ে পড়ি। এর কিছুক্ষণ পরেই লামিসারও জ্ঞান ফেরে। তাদের দুইজনের যখন জ্ঞান ফেরে তখন মনের মধ্যে স্বর্গীয় অনুভূতি অনুভব হয়।
>> আলাদা হওয়া লাবিবা-লামিসার জ্ঞান ফিরেছে
বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
এজেডএস/এনটি