ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধা সদরে ট্রেনে কাটা পড়ে শাহ আলম (৩০) নামে এক পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছে।

সোমবার (২১ মার্চ) দুপুরে গাইবান্ধা রেলওয়ে স্টেশন প্লাটফরমের দক্ষিণ পাশে গ্রামীণফোন টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শাহ আলম রামচন্দ্রপুর ইউনিয়নের তিনদহ গ্রামের মৃত্যু সাইফুদ্দিনের ছেলে। সে গাইবান্ধা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) মাষ্টাররোলে পরিচ্ছন্নতা কর্মী হিসাবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে গাইবান্ধা রেলওয়ে স্টেশন প্লাটফরমের দক্ষিণ পাশে গ্রামীণফোন টাওয়ার এলাকায় রেললাইন পারাপারের সময় ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে গাইবান্ধা সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

গাইবান্ধা রেল স্টেশন মাস্টার মো. আবুল কাশেম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, ২১ মার্চ, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।