ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় গম মাড়াই মেশিন উল্টে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
তেঁতুলিয়ায় গম মাড়াই মেশিন উল্টে যুবক নিহত

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গম মাড়াই মেশিন উল্টে আদর হোসেন (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আদর ওই গ্রামের আজিজুল হকের ছেলে।

আহতরা হলেন- ওই গ্রামের রেজাউল আলীর ছেলে আব্দুল মালেক (৪০), নুরজামালের ছেলে পায়ের হোসেন (১৭) ও আবু হোসেনের ছেলে হাসান (২০)।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসি) আবু সায়েম মিয়া বাংলানিউজকে জানান, সন্ধ্যায় গোয়ালগছ এলাকা দিয়ে গম মাড়াই মেশিন নিয়ে যাচ্ছিলেন তারা। এ সময় স্টারিং ভেঙে মাড়াই মেশিন উল্টে যায়। এতে গাড়িতে থাকা চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আদরকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।