ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: মৃতের সংখ্যা বেড়ে ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
শীতলক্ষ্যায় লঞ্চডুবি: মৃতের সংখ্যা বেড়ে ১০

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চ ডুবির ঘটনায় নিখোঁজ আরও দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ১০ জনের মরদেহ উদ্ধার করা হলো।

মঙ্গলবার (২২ মার্চ) সকালে একজনকে মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরির সামনে থেকে উদ্ধার করা হয়েছে।

তিনি হলেন ডেমরার বাসিন্দা আবব্দুল্লাহ আল জাবের (৩০)।

আরেকজন ৩ বছরের শিশু আরোহী। তাকে বন্দর হরিপুর প্লাওয়ার প্লান্ট থেকে উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, লঞ্চডুবির ঘটনায় আরও দুইজনের মরদেহ উদ্ধার হয়েছে। দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (২০ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটের দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট অংশে রুপসী-৯ নামে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সিগঞ্জগামী লঞ্চ এমভি আশরাফ উদ্দিন ডুবে যায়।

সোমবার ভোরে লঞ্চটি উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। এসময় লঞ্চের ভেতরে কোন মরাদেহ পাওয়া যায়নি।

এখন পর্যন্ত লঞ্চডুবির ঘটনায় দুইজনসহ ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এরা হলেন- সোনারগাঁও হরিয়ান প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা উম্মে খাইরুন ফাতিমা (৪০), মুন্সিগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর এলাকার জয়নাল ভূঁইয়া (৫০), রমজানবেগ এলাকার আরিফা (৩৫), তার শিশু সন্তান সাফায়েত হোসেন (দেড় বছর), গজারিয়া উপজেলার ইস্পাহানিচর সৃতি রাণী বর্মণ, পটুয়াখালীর মির্জাগঞ্জের আজিজের মেয়ে সালমা (৩৩), একই এলাকার ইউনুস খলিফার মেয়ে ফাতেমা (৭) ও একজন অজ্ঞাত।

এছাড়া এখনও নিখোঁজ রয়েছে ২ জন।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
এমআরপি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।