ঢাকা: রাজধানীর আজিমপুর কবরস্থানের ভিতর থেকে পলিথিন ব্যাগে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বয়স হবে একদিন।
সোমবার (২১ মার্চ) দিনগত রাতে লালবাগ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠায়।
মঙ্গলবার (২২ মার্চ) লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মো. নূতম মিয়া জানান, খবর পেয়ে আজিমপুর কবরস্থানের মেয়র হানিফ মসজিদ এর পাশের একটি রিজার্ভ কবরের মাঝখান থেকে মরদেহ উদ্ধার করা হয়। একটি পলিথিনের ভিতর কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে ছিল মেয়ে নবজাতকটি। তার নাড়িতে হাসপাতালের ক্লিপ লাগানো ছিল।
তিনি জানান, ধারণা করা হচ্ছে কেউ নবজাতকের মরদেহটি দাফন করার জন্য কবরস্থানে নিয়ে গিয়েছিলো। কোনো কারণে মরদেহটি সেখানে ফেলে গেছে। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
এজেডএস/এনএইচআর