ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরায় লরিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
উত্তরায় লরিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা: রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে লরির চাপায় জাকির খা (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর দুই আরোহী।

তারা হলেন জ্যাকি ও রাব্বি।

মঙ্গলবার (২২ মার্চ) উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) বদরুল আলম মিল্লাত বাংলানিউজকে জানান, সোমবার (২১ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে আব্দুল্লাহপুরের একটি রেস্টুরেন্টের সামনে তিনজন বাইকে করে যাওয়ার সময় একটি লরি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান জাকির। এ সময় আহত হন জাকিরের দুই বন্ধু রাব্বি ও জ্যাকি। এদের মধ্যে একজনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

তিনি জানান, ঘটনার পরপরই লরিটি জব্দসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।