সাতক্ষীরা: নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে জেলা প্রশাসককে (ডিসি) স্মারকলিপি দিয়েছে সাতক্ষীরা জেলা বিএনপি।
মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা বিএনপি'র আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলীমের নেতৃত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) কাজী আরিফুর রহমানের মাধ্যমে এ স্মারকলিপি পেশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপি'র আহবায়ক মো. শের আলী, সদর উপজেলা বিএনপি'র আহবায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা জাসাসের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, জেলা যুবদলের সহ-সভাপতি হাসান শাহরিয়ার রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল ইসলাম, জেলা জাসাসের সদস্য সচিব ফারুক হোসেন, পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক যথাক্রমে ইয়াসিন আলি, আব্দুল জলিল খোকন, এম এ রাজ্জাক, সাইফুল ইসলাম বাবলু, আব্দুর রাকিবসহ সদর উপজেলা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
স্মারকলিপিতে বলা হয়, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় সাধারণ জনগণের নাভিশ্বাস উঠেছে। মানুষ এখন নিরুপায়।
স্মারকলিপিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
এর আগে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমবেত হয় বিএনপির নেতা-কর্মীরা।
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
এনএইচআর