ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫, ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
ভাঙ্গায় দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫, ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এ সময় প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

 

মঙ্গলবার (২২ মার্চ) সকালে উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচড়া ও সোনাখোলা গ্ৰামে এ সংঘর্ষ হয়।  

জানা গেছে, সকালে খেলাধুলায় বাধাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টা চলা সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হন। এ সময় পাঁচটি বাড়ি ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। কিছু দুষ্কৃতি দুইটি পাটকাঠির মাচায় আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ভাঙ্গা থানা পুলিশ ও ভাঙ্গা দমকল বাহিনীর সদস্যরা।  

এ তথ্য নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বাংলানিউজকে জানান, জেলা সদর থেকে অতিরিক্ত আরও পুলিশ এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।