ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘আমরা দুই মেয়র মিলে পরীক্ষায় উচ্চ নম্বর পেয়েছি। ১০০ তে ১০০ নম্বর পেয়েছি।
মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১১টায় রাজধানীর নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২২তম সভা অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টার সভা শেষে দুপুর ২টার দিকে ডিএসসিসি মেয়র তাপস সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘৩০ দিনের মধ্যে ট্রান্সসিলভা আরও নতুন ২০ বাস যাত্রাপথে যুক্ত করবে। জাহান এন্টারপ্রাইজকে ৪০টি প্রস্তাবনা দেওয়া আছে। পরিকল্পনা বাস্তবায়ন অত্যন্ত দুরূহ ছিল। সকলের সহযোগিতায় বাস্তবায়ন করতে পেরেছি। ’
মেয়র বলেন, ‘যাত্রী সেবাটা আমাদের প্রাধান্যের বিষয়। বাস সার্ভিসের যাত্রীরা অত্যন্ত খুশি। তাদের অতিরিক্ত টাকা ও হয়রানির শিকার হতে হচ্ছে না। নির্দিষ্ট জায়গায় থেকে উঠতে পারে আবার নির্দিষ্ট জায়গায় নামতে পারছেন। আমরা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছি। ’
এর আগে, বাস রুট রেশনালাইজেশন কমিটির ২২তম সভা শেষে (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘ঢাকা নগর পরিবহন ইতোমধ্যে প্রশংসিত হয়েছে, সমাদ্রিত হয়েছে। ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছেন। যাত্রীসেবার মান অত্যন্ত সন্তোষজনক অবস্থায় রয়েছে। ’
তিনি বলেন, ‘আপনারা জানেন আমরা ৫০টি বাস দিয়ে চালু করেছি। এই বাস সংখ্যা বৃদ্ধির জন্য যাত্রীরা উৎসুক হয়ে আছেন। সেটা বৃদ্ধির লক্ষ্যে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। ট্রান্সসিলভা আরও ২০ বাস চালু করতে পারবে। এটা দ্রুত চালুর ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। গত সভায় আমারা সিদ্ধান্ত নিয়েছি আরও তিনটি পথ চালু হবে। তিনটি পথ চালুর অগ্রগতি পর্যালচনা করেছি। এই যাত্রাপথগুলোকে আরও সুনির্দিষ্ট করেছি।
মেয়র তাপস বলেন, ‘২২তম যাত্রাপথে ৫০টি বাস সেবা চালু করা হবে। ২৩ নম্বর যাত্রাপথে ১০০টি বাস এবং ২৬ নম্বর যাত্রাপথে ৭৫টি বাস চালু করা হবে। সবমিলিয়ে ২২৫ টি বাস চালু হবে। আগামী ৯০ দিনের জন্য সময় দিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে। ২০১৯ সালের পরে থেকে এবং নতুন বাস দেওয়া হবে।
নগর পরিবহনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকা নগর পরিবহনের বাসগুলো ঢাকায় চলবে। আন্তঃজেলা বাসগুলো আমাদের চারটি বাস টার্মিনালে নামাবে, ঢাকায় ঢুকবে না। এই টার্মিনালগুলো নির্মাণ এবং ঘাটারচরে ডিপো এবং টার্মিনাল করতে হবে। এই টার্মিনালগুলো নির্মানে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তাদের নিজ নিজ টার্মিনাল নির্মাণে কাজ শুরু করবে। দ্রুত এই কার্যক্রম চালু করার জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। ’
ট্রান্সসিলভার নতুন ২০টি বাস কবে নামবে জনাতে চাইলে উত্তরে মেয়র তাপস বলেন, ‘৩০ দিনের মধ্যে ট্রান্সসিলভা বাস ২০টি নামবে। ’
আতিকুল ইসলাম বলেন, ‘বাস রুট রেশনালাইজেশন আওয়াতায় শহরের রুট যেগুলো আছে সেগুলোতে কীভাবে দ্রুত বাস সেবা দেওয়া যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। ’
বাস রুটের কথা উল্লেক করে মেয়র আতিক বলেন, ‘রুট ২২ এ কীভাবে আরও ১০০ বাস দেওয়া যায় সে ব্যাপারে আলোচনো করেছ। সে অনুযায়ী ট্রান্স সিলভাকে ১০০ বাস দেওয়া হয়েছে। ’
২৩ নাম্বার রুট বসিলা শুরু করে মোহাম্মদপুর, শিয়ামসজিদ, শ্যামলী, কমলাপুর হয়ে সরাসরি চলে যাবে কাঁচপুর পর্যন্ত। রুট ১ ঘাটারচর থেকে শুরু করে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত চলে যাবে। আরেকটা রুট হবে ঘাটারচর থেকে শুরু হয়ে আজিমপুর হয়ে পোস্তাগোলা কদমতলী থানা পর্যন্ত। ’
তিনি আরও বলেন, ‘দুই সিটি কর্পোরেশনের মধ্য নগর পরিবহনকে আরও সুস্থ নিরাপদ করা যায় তা নিয়ে গবেষণা করছি। প্রতিদিন বিআরটিএ থেকে ঢাকায় হাজার থেকে ১২শ গাড়ি নামছে সড়কে। এটাকে নিয়ন্ত্রণ করে সড়কে বাসের সংখ্যা বাড়ানো যায় সেটা নিয়ে কাজ করতে হবে। ’
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
এমএমআই/এএটি