সাভার : অব্যাহত শ্রমিক আন্দোলনের মুখে অবশেষে বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা করা হয়েছে সুইজারল্যান্ডের বিনিয়োগকারী প্রতিষ্ঠান হোপ লোন প্যাকেজিং বিডি লিমিটেডের তৈরি পোশাক কারখানা।
ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ডিইপিজেড) এ কারখানায় অবৈধভাবে শ্রমিক ছাঁটাই এবং পুলিশি নির্যাতনের প্রতিবাদে গত মঙ্গলবার থেকে আন্দোলন চালিয়ে আসছিলেন শ্রমিকরা।
অনির্দিষ্টকালের জন্যে কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণায় শ্রমিকরা বিুব্ধ হয়ে ওঠেন।
এদিকে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠার আশঙ্কায় ডিইপিজেড এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্তি পুলিশ, র্যাব ও আনসারসহ বেপজার নিরাপত্তাকর্মীদের।
শ্রমিকরা জানান, তাদের অধিকার নিয়ে কথা বলার কারণে কারখানার শ্রমিক সংগঠনের সভাপতি মেহাইমিনুল ইসলামকে চাকরিচ্যুত করা হয়। এর প্রতিবাদে তিনদিন ধরে কাজ না করায় শ্রমিকেদের ওপর পুলিশ নির্যাতন চালানো হয়।
কারখানার মহাব্যবস্থাপক ওয়ালিউল ইসলাম তৌহিদ বলেন, নোটিশ দিয়ে অনিদিষ্টকালের জন্যে কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। কাজ বন্ধ না রাখার জন্য শ্রমিকদের অনুরোধ জানিয়েও কোনো কাজ হয়নি। তাই কর্তৃপ বাধ্য হয়েই এ সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময় : ১৭০০ ঘণ্টা, ৩ জুন ১০
প্রতিনিধি/এজে/জেএম