ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সভাপতি রুপক-সম্পাদক মেহেদী

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সভাপতি রুপক-সম্পাদক মেহেদী

ঢাকা: বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা মহানগর শাখার ১৫তম সম্মেলন ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালের অধ্যাপক মান্নান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (২৩ মার্চ) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সৈকত আরিফের সভাপতিত্বে ও সম্পাদক অনুপম রায় রুপকের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ইখতিয়ার উদ্দীন বিপা, সাবেক সহ-সভাপতি লুতফুন নাহার সুমনা।

১৫তম সম্মেলনে সর্বসম্মতিক্রমে ১৯সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় ও ১টি পদ ফাঁকা রাখা হয়।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।