ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

সাটুরিয়ায় ধানক্ষেতে ইউপি সদস্যের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
সাটুরিয়ায় ধানক্ষেতে ইউপি সদস্যের মরদেহ প্রতীকী ছবি

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফরহাদ হোসেন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালের দিকে ওই ইউনিয়নের পাতিলাপাড়া এলাকার ধানক্ষেত থেকে  মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত ফরহাদ একই এলাকার মৃত দারোগালীর ছেলে। তিনি স্থানীয় বরাইদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বাংলানিউজকে জানান, বুধবার (২৩ মার্চ) বিকেলের দিকে নিজ বাড়ি থেকে বের হন ফরহাদ হোসেন। এরপর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করলে তার কোনো সন্ধান মেলেনি। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির পার্শ্ববর্তী একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে ফরহাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হবে।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন দেখে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।