ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

ব্যাগে মিললো ১০ কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
ব্যাগে মিললো ১০ কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি

বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলায় একটি ট্রাভেল ব্যাগ থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ৮ কেজি ৬০০ গ্রাম ওজনের জোড়া লাগানো ১০টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার সান্তাহার স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের ওয়াক্তিয়া মসজিদের পাশ থেকে মূর্তিগুলো উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে গোপন খবরের ভিত্তিতে সান্তাহার জংশন স্টেশনে অভিযান চালিয়ে মালিকবিহীন একটি এপেক্স লেখা ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়। এ সময় ব্যাগটিতে তল্লাশি করে ৮ কেজি ৬০০ গ্রাম ওজনের ১০টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা।

সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, কষ্টিপাথরের মূর্তিগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা। মূর্তিগুলো উদ্ধারের পর জব্দ তালিকায় দেখানো হয়েছে। তবে মূর্তিগুলোর বাহক বা ব্যবসায়ীকে চিহ্নিত করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।