জামালপুর: জামালপুরের ইসলামপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।
বুধবার (২৪ মার্চ) রাতে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর গ্রামে এ ঘটনা ঘটে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বাংলানিউজকে জানান, বুধবার রাতে দারুত তাহফিজ এনামুল খান হিফজুল কোরআন মাদরাসার নুরানী শাখার ১০ বছর বয়সী এক ছাত্রকে ডেকে নিয়ে সারা শরীর ম্যাসাজ করান ওই মাদরাসার সহকারী শিক্ষক ছামছুল হক সাজু। এক পর্যায়ে ওই ছাত্রকে বলাৎকারের চেষ্টা করেন সাজু, তখন ওই ছাত্রের চিৎকারে অন্য ছাত্ররা এগিয়ে এলে ঘটনাটি কাউকে না বলার জন্য ছাত্রদের ভয় দেখান। বৃহস্পতিবার সকালে ওই শিশুর বড় ভাই মাদরাসায় খাবার দিতে গেলে বিষয়টি তাকে জানায় নির্যাতনের শিকার ওই ছাত্র।
ওসি আরো জানান, বলাৎকারের ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ায় সহকারী শিক্ষক সাজু পলানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে। পরে পুলিশে খবর দিলে তাকে আটক করে থানায় আনা হয়। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আটক সাজু আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত শিক্ষক হাফেজ ছামছুল হক সাজু মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বানীপাকুড়িয়া গ্রামের আমীর হামজার ছেলে। সে গত ৪ মাস আগে দারুত তাহফিজ এনামুল খান হিফজুল কোরআন মাদরাসায় সহকারী শিক্ষক পদে চাকরি নেয়।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
এনটি