নীলফামারী: নীলফামারীর জলঢাকায় পৃথক অভিযানে দুই কেজি গাঁজাসহ এক ইউপি সদস্যসহ তিন জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (২৫ মার্চ) সকালের দিকে জলঢাকা পৌরসভা শহর ও বালাগ্রাম ইউনিয়নে অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- জলঢাকা পৌর শহরের কাজিরহাট ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা আসাদুল ইসলাম মেসি (২৭), একই উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চাওড়াডাঙ্গী এলাকার ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোফাজ্জল হোসেন (৫৫) ও তার ছেলে লেলিন হাসান (২৭)।
অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের পরিদর্শক আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকালে ডাঙ্গাপাড়া এলাকা থেকে আসাদুলকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে বালাগ্রাম ইউনিয়নের চাওড়াডাঙ্গী এলাকা থেকে ইউপি সদস্য ও তার ছেলেকে নিজ বাড়ি থেকে এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার তিন জনের নামে জলঢাকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ফিরোজ কবির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
এসআরএস