ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে ৭ দিনের পিঠা ও কারুপণ্য মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
সৈয়দপুরে ৭ দিনের পিঠা ও কারুপণ্য মেলা শুরু

নীলফামারী: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে সাত দিনব্যাপী পিঠা ও কারুপণ্য মেলা শুরু হয়েছে।  

সৈয়দপুরে নারী উদ্যোক্তদের হাতের তৈরি বিভিন্ন কারুপণ্য নিয়ে আবারো জমজমাট মেলার আয়োজন করা হয়েছে।

শুক্রবার বিকেলে (২৫ মার্চ) সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে আয়োজিত মেলার উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।  

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নারী উন্নয়ন ফোরাম সভাপতি ও সৈয়দপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম, সৈয়দপুর ওমেন্স ই-কমার্স ফোরামের প্রতিষ্ঠাতা প্রভাষক শিউলী বেগম প্রমুখ।

সৈয়দপুর নারী উন্নয়ন ফোরাম ও সৈয়দপুর ওমেন্স ই-কমার্স এর আয়োজনে শহরের বাংলা হাইস্কুল মাঠে মেলাটি আগামী ৩১ মার্চ পর্যন্ত  চলবে। মেলায় হরেক রকম পণ্য, পিঠা, নাগরদোলা থেকে শুরু করে রয়েছে আরও অনেক কিছু। মেলায় প্রবেশ মূল্যের টোকেনে রয়েছে লটারি এবং লটারিতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

সৈয়দপুর ওমেন্স ই-কমার্স ফোরামের প্রতিষ্ঠাতা প্রভাষক শিউলী বেগম জানান, এই মেলায় ৩০টির মতো স্টল স্থান পেয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।