ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

শ্রীনগরে সেনা সদস্য নিহত: ঘাতক ট্রাকচালক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
শ্রীনগরে সেনা সদস্য নিহত: ঘাতক ট্রাকচালক গ্রেফতার ট্রাকচালক মো. সোহেল রানা

ঢাকা: মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় ট্রাকচাপায় সেনা বাহিনীর অবসর প্রাপ্ত সদস্য সার্জেন্ট মুখতার হোসেন (৪৫) নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক মো. সোহেল রানাকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

শুক্রবার (২৫ মার্চ) ভোর পর্যন্ত আভিযান চালিয়ে  ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়েন্দি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গত ২১ মার্চ দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উত্তর কামারগাঁও এলাকায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে মারা যান মুখতার হোসেন। পরে তার মেয়ের জামাই বাদী হয়ে অজ্ঞাতনামা ট্রাকচালকের নামে শ্রীনগর থানায় মামলা করেন।

ডিআইজি মাহ্ফুজুর রহমান বলেন, মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় ট্রাকচাপায় অবসর প্রাপ্ত সেনা সদস্য নিহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ট্রাকচালক সোহেল রানাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
এসজেএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।