ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে পুতিনের শুভেচ্ছা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে পুতিনের শুভেচ্ছা

ঢাকা: বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির ভি পুতিন বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক বার্তায় রাষ্ট্রপতি পুতিন দুই দেশের মধ্যে রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক ও মানবিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন।

স্বাধীনতা দিবস উপলক্ষে রাশিয়ান ফেডারেল অ্যাসেম্বলির চেয়ার ভেলেন্তিনা আই মেতিভিয়েনকো বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন।

এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে রাশিয়ার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভিয়াচেলেভ এম লেবেদেভ বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
টিআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।