সিরাজগঞ্জ: বিশ্ব নাট্যদিবস উপলক্ষে সিরাজগঞ্জে শুরু হলো সপ্তাহব্যাপী নাট্যোৎসব।
শনিবার (২৬ মার্চ) রাতে শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সপ্তাহব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
এ সময় জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা মাহমুদুল হাসান লালন উপস্থিত ছিলেন।
জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ও ইসাবেলা ফাউন্ডেশনের সহযোগিতায় এ নাট্যোৎসবে ঢাকা ও সিরাজগঞ্জের বিভিন্ন সংগঠনের পরিবেশনায় ৭টি নাটক মঞ্চায়ন হবে।
প্রথম দিনে ঢাকার শূণ্যন থিয়েটারের পরিবেশনায়, মান্নান হীরা রচিত ও সুদীপ্ত চক্রবর্তীর নির্দেশনায় নাটক "লালজমিন" মঞ্চস্থ হয়। এতে অভিনয় করেন মঞ্চ ও টিভি অভিনেত্রী মোমেনা চৌধুরী।
বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
এনএইচআর