ঢাকা: রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে পল্টুনে থামানো অবস্থায় অ্যাডভাঞ্চ-৯ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট কাজ করছে।
রোববার (২৭ মার্চ) সকাল ৯টা ৫২ মিনিটে আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার পরিদর্শক শাজাহান শিকদার বাংলানিউজকে জানান, লঞ্চটি সদরঘাটের ৫ নম্বর পন্টুনে ভেড়ানো অবস্থায় ছিল। অজ্ঞাত কারণে সেটিতে আগুন লেগে যায়।
সর্বশেষ খবর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
এসজেএ/পিএম/এনএইচআর