টাঙ্গাইল: কর্মস্থল ঢাকা থেকে বাইকে (মোটরসাইকেল) করে নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রাহ্মণপাড়ায় বাড়ি ফিরছিলেন সেনাবাহিনীর সার্জেন্ট আইয়ুব আলী। কিন্তু টাঙ্গাইলে পৌঁছাতেই গাড়ির চাপায় প্রাণ হারিয়েছেন তিনি।
রোববার (২৮ মার্চ) দিনগত রাতে টাঙ্গাইল সদর উপজেলার পাঁচবিক্রমহাটি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আইয়ুব ব্রাহ্মণপাড়ার শামসুল ইসলামের ছেলে। তিনি সেনাবাহিনীর সার্জেন্ট হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ আতাউর রহমান বাংলানিউজকে জানান, রাতে মোটরসাইকেলে করে ঢাকার কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন আইয়ুব। পথে পাঁচবিক্রমহাটি এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, সেনাসদস্য আইয়ুব ঢাকার যাত্রাবাড়ীতে পোস্তগোলা ব্রিজে দায়িত্ব পালন করতেন।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
এসআই